অর্থনীতিতে নোবেল পেলেন ৩ মার্কিনি
ডেস্ক : এবার অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিন মার্কিন অর্থনীতিবিদ। এরা হলেন- ইউজেন এফ ফামা (৭৪), লারস পিটার হ্যানসেন (৬০) ও রবার্ট জে শিলার (৬৭)।
সম্পত্তি মূল্যের বিশ্লেষণ বিষয়ক গবেষণার জন্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি এই অর্থনীতিবিদদের নোবেল পুরষ্কার প্রদান করে।
সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে।
এই ঘোষণার মধ্য দিয়ে এ বছরের ছয়টি ক্যাটাগরিতে নোবেল পুরষ্কার দেয়া শেষ হল।
নোবেল বিজয়ী তিন কৃতি অর্থনীতিবিদদের ৮ মিলিয়ন সুইডিশ ক্রোনা বা ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার দেয়া হবে।
ইউজেন এফ ফামা: মার্কিন অর্থনীতিবিদ। জন্ম ১৯৩৯ সালের ১৪ ফেব্রুয়ারি। কর্মস্থল- ইউনিভার্সিটি অব শিকাগো।
লারস পিটার হ্যানসেন: মার্কিন অর্থনীতিবিদ। জন্ম ১৯৫২ সালের ২৬ অক্টোবর। কর্মস্থল- ইউনিভার্সিটি অব শিকাগো।
রবার্ট জে শিলার: মার্কিন অর্থনীতিবিদ ও লেখক। জন্ম ১৯৪৬ সালের ২৯ মার্চ। কর্মস্থল: ইয়েল ইউনিভার্সিটি।
গতবছরও অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেয়েছিলেন মার্কিন অর্থনীতিবিদ এলভিন ই রথ ও লয়েড এস শাপলে।