অমর একুশে বইমেলা ২০২৪ এর উদ্বোধন,
মো:ইসমত দ্দোহা, ঢাকা : রাত পোহালেই আগামীকাল পহেলা ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা -২০২৪, বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু’র জীবনী নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন করবেন। এরপর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার -২০২৩ প্রদান করবেন।
এবারের বইমেলার পূর্ণ দায়িত্ব পালন করছে বাংলা একাডেমি। সেজন্য দর্শনার্থী ও পাঠকদের আগ্রহকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। এবার মেলায় ৬৩৫ প্রতিষ্ঠানকে ৯৩৭ টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে, বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনেই থাকবে স্টল গুলো।
বইমেলায় প্রবেশ ও বের হওয়ার জন্য থাকবে ০৮ টি প্রবেশ পথ। অনাকাঙ্ক্ষিত জটলা এড়াতে খাবারের দোকান শর্ত সাপেক্ষে বসতে দেওয়া হয়েছে ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে।
বইমেলায় বাংলা একাডেমি ও মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান সমূহ ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। প্রতিদিন বিকেল ৪ টায় মূল মন্চে সেমিনার ও সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি শুক্রবার মেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্হা থাকবে। আর শনিবার মেলায় সকাল ১১ টা হতে বেলা ১ টা পর্যন্ত শিশু প্রহর থাকবে। নিরাপত্তার স্বার্থে প্রবেশ পথ গুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্হা থাকবে। মেলায় পরিস্কার পরিচ্ছন্নতা এবং ধূলা নিবারণের জন্য পানি ছিটানোসহ প্রতিদিন মশক নিধনের সার্বিক ব্যবস্হা থাকবে।
এবারের বইমেলা অধিবর্ষের বইমেলা। পয়লা ফেব্রুয়ারি থেকে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতিত প্রতিদিন বেলা ৩ টা হতে রাত ৯ টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত আটটার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবে না। ছুটির দিন মেলা চলবে সকাল ১১ টা হতে রাত ৯ টা পর্যন্ত। ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮ টা চলবে রাত ৯ টা পর্যন্ত। পার্কিং এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের হলগুলো ‘র সামনে গাড়ি রাখার অনুমতি নেওয়া হয়েছে মেলার পক্ষ হতে।