অভিযোগ ভিভ রিচার্ডসের আইসিসি নিরপেক্ষ নয়
অভিযোগ ভিভ রিচার্ডসের
আইসিসি নিরপেক্ষ নয়
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কঠোর সমালোচনা করেছেন ভিভ রিচার্ডস। সদস্য দেশগুলোর প্রতি তাদের আচরণ সমান নয় বলে অভিযোগ তার। ওয়েস্ট ইন্ডিজের এ কিংবদন্তি ক্রিকেটার মনে করেন, আইসিসি ভারতের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে। এছাড়া, বাকি দেশগুলোর প্রতি তাদের আচরণ ভিন্ন। ভারতীয় ক্রিকেটাররা কোনো ভুল করলে আইসিসি শাস্তি কিংবা তিরস্কার করে না। কিন্তু অন্য দেশের খেলোয়াড়দের পান থেকে চুন খসলেই অবস্থা বেগতিক করে ছাড়ে বলে তার অভিযোগ। মূলত, বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু বিষয় সামনে এনে তিনি আইসিসির সমালোচনা করেন। সম্প্রতি টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। সেখানে অধিনায়ক ড্যারেন স্যামির কিছু আচরণ পছন্দ হয়নি আইসিসির। এতে তার কড়া সমালোচনা করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাটি। গত সপ্তাহে দুবাইয়ে আইসিসির বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ‘ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আচরণ সঠিক ছিল না। তাদের অভদ্র আচরণের ফলে পুরো টুর্নামেন্ট কলঙ্কিত হয়েছে।’ এর জেরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলেও সংস্থার তরফে জানানো হয়। ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা জামা খুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়া মারলন স্যামুয়েলস ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। যার জেরে তাকে জরিমানা করা হয়। ফাইনালের পর এক সাক্ষাৎকারে নিজ দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। তার এ আচরণেরও কড়া সমালোচনা করে আইসিসি। কিন্তু আইসিসির সমালোচনার প্রতিবাদ করেন ভিভ রিচার্ডস। বৃহস্পতিবার ‘দ্য অবজারভার’ পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আইসিসি’র নিয়মাবলী অনুযায়ী সীমিত ওভারের ক্রিকেটে এমন কিছু বিষয় রয়েছে যা অভিনব। যেমন তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত। তুমি যদি বিশ্বের একমাত্র ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হও তাহলে তোমার আইনের অধীনে ক্রিকেট সম্পর্কীয় সবকিছুই আসা উচিত। কিন্তু আইসিসির নিয়ম মেনে অনেক খেলাই ভারত খেলে না। কোনো নিয়মের তোয়াক্কা না করলেও বছরের পর বছর তারা সব ক্ষেত্রে পার পেয়ে যায়।’ রিচার্ডস আরও বলেন, ‘আইসিসির পরিচালনা সম্পর্কে গোটা বিশ্বে চোখ বুলালে বোঝা যায়, দলবিশেষ তাদের আচরণ ভিন্ন। স্যামির মন্তব্যের জেরে তারা যা করতে চাইছে আমি শুধু তার জবাব দেয়ার চেষ্টা করছি।’