অভিবাসী সঙ্কট নিরসনে মালয়েশিয়া ও থাই প্রধানমন্ত্রীকে বান কি-মুনের ফোন

18/05/2015 4:01 pmViews: 8

অভিবাসী সঙ্কট নিরসনে মালয়েশিয়া ও থাই প্রধানমন্ত্রীকে বান কি-মুনের ফোন

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী সঙ্কট নিরসনে মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। ফোনালাপে এ অঞ্চলে উদ্ভূত অভিবাসী সঙ্কট ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মহাসচিব বলেন, অভিবাসী সঙ্কট নিরসনে সব ধরনের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। এদিকে মুনের সহকারী জান এলিয়াসন বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মন্ত্রীদের সঙ্গে সঙ্কট নিয়ে আলোচনা করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এক বিবৃতিতে বান কি-মুনের মুখপাত্র বলেছেন, এ অঞ্চলের নেতাদের সঙ্গে আলোচনায় তারা (মহাসচিব ও তার সহকারী) অভিবাসীদের প্রাণ রক্ষায় ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। এ সময় দেশগুলোর নেতাদের সমুদ্রে উদ্ধার তৎপরতা পরিচালনার বাধ্যবাধকতা ও অভিবাসীদের না ফেরানোর বিষয়ে অনুরোধ করেন তারা। সম্প্রতি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড অমানবিকভাবে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের অভিবাসী ও দরিদ্র বাংলাদেশীবোঝাই বোটসমূহকে তীরে ভিড়তে না দিয়ে ব্যাপক সমালোচনা উস্কে দেয়। এদিকে অভিবাসী সঙ্কট নিরসনের প্রচেষ্টায় থাইল্যান্ডের আঞ্চলিক সম্মেলন আয়োজনের পরিকল্পনায় আশ্বস্ত হয়েছেন বলে মন্তব্য করেন মহাসচিব এবং সংশ্লিষ্ট রাষ্ট্রসমূহের নেতাদের এ সম্মেলনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। বান কি-মুন বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তাবিত সম্মেলনসহ (থাইল্যান্ডের প্রস্তাবিত) জাতিসংঘ সব ধরনের প্রচেষ্টায় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। আজ দক্ষিণ কোরিয়া সফর করবেন জাতিসংঘ মহাসচিব এবং এরপর যাবেন ভিয়েতনাম সফরে।

Leave a Reply