অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট!

10/01/2014 8:54 pmViews: 2

 

 

প্যারিস, ১০ জানুয়ারি (জাস্ট নিউজ) : প্রেমে মগ্ন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ। শুক্রবার ম্যাগাজিন ক্লোজার অভিনেত্রী জুলি গেইতের সঙ্গে তার এ প্রেমের খবর প্রকাশ করে।

সাপ্তাহিক ট্যাবলয়েডটি দাবি করেছে, তারা তাদের প্রিন্ট সংস্করণেও ছবিসহ ৭ পৃষ্ঠার এ সংক্রান্ত একটি ফিচার প্রকাশ করছে।

সমপ্রতি বিভিন্ন ওয়েবসাইট গেইতের সঙ্গে প্রেসিডেন্ট ওলাঁদের (৫৯) প্রেমের খবর ফাঁস করে। ক্লোজার এসব খবরের প্রতিধ্বনি করেই বলেছে, ওলাঁদ প্যারিসে স্কুটার চালিয়ে গেইতের (৪১) সঙ্গে নিয়মিতই রাত কাটাতে যান।

ক্লোজার বলছে, নববর্ষের সময়ে ওলাঁদ মাথায় হেলমেট পরে গেইতের ফ্ল্যাটে যান এবং সেখানে রাত কাটান। তবে প্রেসিডেন্টের দফতর থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে গত মাসে বিখ্যাত এল’ এক্সপ্রেসের খবরে বলা হয়, প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা ওলাঁদের প্রায়ই উধাও হয়ে যাওয়ার ঘটনায় ভীষণ উদ্বিগ্ন।

ক্লোজার বলছে, এ ছাড়া প্যারিসে গেইতের ফ্ল্যাটের কাছে মাত্র একজন দেহরক্ষী সমেত ওলাঁদের যে ছবি প্রকাশ করা হয় তাতেও তার নিরাপত্তার প্রশ্নটি সামনে চলে আসে।

উল্লেখ্য, ওলাঁদ তার বান্ধবী ভ্যালেরি ত্রিয়েবেইলারের সঙ্গে বাস করেন। তাদের চারটি সন্তান রয়েছে।

গেইত টেলিভিশন ও সিনেমায় অভিনয় করেন। তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী।

Leave a Reply