অভিনেতা মিজু আহমেদ আর নেই

28/03/2017 10:24 amViews: 5
অভিনেতা মিজু আহমেদ আর নেই
 
অভিনেতা মিজু আহমেদ আর নেই
শক্তিমান খল অভিনেতা মিজু আহমেদ আর নেই। সোমবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
জানা যায়, মিজু আহমেদ শ্যুটিংয়ে অংশ নিতে সোমবার রাতে ঢাকার কমলাপুর থেকে ট্রেনে দিনাজপুর যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টা দিকে ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশনে পৌঁছলে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিজু আহমেদের জন্ম ১৯৫৪ সালের ১৭ই নভেম্বর কুষ্টিয়ায়। স্ত্রী পারভীন আহমেদ, দুই মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারশাতকে নিয়ে তার পরিবার। তিনি এ পর্যন্ত আটশ’র বেশি ছবিতে অভিনয় করেছেন।

Leave a Reply