অবৈধ যান চলাচল বন্ধ ও ড্রাইভিং লাইসেন্স জব্দের নির্দেশ

03/08/2015 2:08 pmViews: 7
অবৈধ যান চলাচল বন্ধ ও ড্রাইভিং লাইসেন্স জব্দের নির্দেশ

০৩ আগস্ট, ২০১৫

ফাইল ফটো

সারাদেশে ফিটনেসবিহীন যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোট। একই সঙ্গে ১৯ লাখ অবৈধ ড্রাইভিং লাইসেন্স জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ নির্দেশনা দেন।

নির্দেশানায় আদালত সড়কে ‘ফিটনেসবিহীন’ মোটরযান চলাচল বন্ধ এবং ১৮ লাখ ৭৭ হাজার চালকের ‘ভুয়া ড্রাইভিং লাইসেন্স’ জব্দের আদেশ দেয়া হয়।

একই সঙ্গে যারা এ ধরনের লাইসেন্স ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতের আদেশ এসব নির্দেশনার কতোটা বাস্তবায়ন করা হল- তা জানিয়ে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।

আদালতের আদেশে আরো বলা হয়, বিষয়টি আগামী ২ সেপ্টেম্বর আবার হাই কোর্টের কার্যতালিকায় আসবে।

Leave a Reply