অবৈধভাবে হরিণ শিকার মামলায় খালাস পেলেন সালমান

25/07/2016 12:48 pmViews: 6
অবৈধভাবে হরিণ শিকার মামলায় খালাস পেলেন সালমান
 
অবৈধভাবে হরিণ শিকার মামলায় খালাস পেলেন সালমান
অবৈধভাবে কৃষ্ণহরিণ ও চিঙ্কারা হরিণ শিকার মামলায় খালাস পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সোমবার রাজস্থানের হাইকোর্ট এই আদেশ দেয়।
এর আগে ১৯৯৮ সালে কৃষ্ণহরিণ ও চিঙ্কারা হরিণ শিকার মামলায় অভিযুক্ত হন সালমান। তাকে এই দুই মামলার একটি এক বছর ও অন্যটিতে পাঁচ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সালমান। গত মে মাসের শেষ সপ্তাহে এই আবেদনের ওপর শুনানি শেষ হয়।
১৯৯৮ সালের ২৬ সেপ্টেম্বর যোধপুরের কাছে ভাওয়াদে একটি ও  একই মাসের ২৮ তারিখ গোদা ফার্মে আরেকটি প্রাণী শিকার করার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে।  ঐ সময় ‌যোধপুরে ‌‌‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং করছিলেন এই বলিউড অভিনেতা।

Leave a Reply