গণতন্ত্রের জন্য এক সঙ্গে কাজ করতে চান, অবিলম্বে জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান খালেদার

05/01/2016 6:22 pmViews: 7
অবিলম্বে জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান খালেদার
আলাপ-আলোচনার মাধ্যমে অবিলম্বে জাতীয় নির্বাচনের উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, বর্তমান সরকার ও সংসদ অবৈধ। দেশে এখন কোন সরকার নাই। বর্তমান নির্বাচন কমিশন আজ্ঞাবহ। এই সিইসি অথর্ব। তাই অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।

নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিশাল সমাবেশে তিনি একথা বলেন।
৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির এই জনসভায় ব্যাপক জনসমাগম হয়। রাজধানীর কাকরাইল নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
খালেদা জিয়া বলেন, ৫ই জানুয়ারি ভোটকেন্দ্রে কেউ যায়নি।২০ দলীয় জোট নির্বাচনে অংশ নেয়নি। ভোট কেন্দ্রে কুকুর শুয়ে ছিলো। ভোট দিলে কুকুরই দিয়েছে মানুষ ভোট দেয়নি।
সরকারের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন,আসুন আমরা সংলাপ করি।সবাই মিলে আরেকটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনি।এজন্য আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। কারণ, দেশের মানুষ চায় আমরা একসঙ্গে কাজ করি। আমরাও তা-ই চাই। যেহেতু এখন আপনারা (আওয়ামী লীগ) সরকারে আছেন, নির্বাচনের উদ্যোগ নেয়ার দায়িত্ব আপনাদেরই।
তিনি বলেন, বাংলার মাটি অন্য কাউকে কোন উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়া হবে না।

Leave a Reply