অবাস্তব প্রস্তাব দিয়ে খালেদাই সঙ্কট সৃষ্টি করেছেন: চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশে বক্তারা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। অযথা সঙ্কট সৃষ্টি না করে নির্বাচনে আসুন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে। সে নির্বাচন আপনারা ঠেকাতে পারবেন না। নির্বাচন নিয়ে সঙ্কট ছিল না। অবাস্তব রূপরেখা দিয়ে খালেদা জিয়াই সঙ্কট সৃষ্টি করেছেন।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে কথাগুলো বলেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
মহিউদ্দিন চৌধুরী বলেন, কোন গণতান্ত্রিক দল দা-কুড়াল দিয়ে রাজনীতি করে না। নির্বাচনে জয়লাভের সম্ভাবনা দেখছে না বলেই বিএনপি নির্বাচনে না গিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলে তিনি মন্তব্য করেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুলের পরিচালনায় শহীদ মিনারে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক গাজী সালেহ উদ্দিন, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি এ্যাডভোকেট আবু হানিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন।
চট্টগ্রামের লালদীঘি মাঠে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষণা করায় আইনশৃঙ্খলা বিঘিœত হতে পারে বিবেচনায় শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য নগরীতে সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার রাতে সমঝোতা হওয়ায় লালদীঘি মাঠের বরাদ্দ কাউকে না দিয়ে আওয়ামী লীগকে কেন্দ্রীয় শহীদ মিনার ও ১৮ দলকে কাজির দেউড়িতে সমাবেশের অনুমতি দেয় প্রশাসন। সে অনুযায়ী বিকেলে আওয়ামী লীগের সমাবেশটি অনুষ্ঠিত হয় শহীদ মিনারে। এতে যোগদান করেন আওয়ামী লীগ ও জোটের শরীক দলের নেতারা। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন সমাবেশে।
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, সময় মত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে কোনই সঙ্কট ছিল না। এ সঙ্কট সৃষ্টি করেছেন বেগম খালেদা জিয়া। হোমওয়ার্ক ছাড়া নির্দলীয় সরকারের একটি অবাস্তব প্রস্তাব দিয়েছেন তিনি, যা ইচ্ছা থাকলেও মানা সম্ভব নয়। আওয়ামী লীগ সকল দলকে নিয়েই নির্বাচন করতে চায় বলে উল্লেখ করে তিনি বলেন, তবে সে নির্বাচন হতে হবে নির্বাচিত সরকারের অধীনে।
এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, বিএনপি জানে যে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনও পাবে না। সে জন্য তারা নির্বাচনে যেতে চায় না। দা-কুড়ালের হুমকি দিয়ে তারা মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে চায়। কিন্তু এ ধরনের হুমকি ধমকিতে জনগণ ভীত নয়। একটি সুষ্ঠু ও সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে দাবি করে তিনি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্য করলে তা প্রতিহত করা হবে। বিএনপির উদ্দেশ্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেছে এমন অভিযোগ কেউ করতে পারবে না। আপনারা নির্বাচনে আসুন, যদি জনপ্রিয়তা থাকে তাহলে মানুষ অবশ্যই আপনাদের ভোট দেবে। অযথা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করবেন না।