অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দেশের জনগণকে তাদের সরকার বেছে নেয়ার সক্ষমতা থাকতে হবে : মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

25/05/2022 11:26 pmViews: 11
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দেশের জনগণকে তাদের সরকার বেছে নেয়ার সক্ষমতা থাকতে হবে : পিটার হাস

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-২০২২ বা মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীতে ইএমকে সেন্টারে মঙ্গলবার বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। অনুষ্ঠানের আয়োজক ছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে সাংবাদিকদের বর্তমান অবস্থা তুলে ধরেন। বহুল সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দেশের জনগণকে তাদের সরকার বেছে নেয়ার সক্ষমতা থাকতে হবে। এখানে তার বক্তব্যের হুবহু অনুবাদ তুলে ধরা হলো:

এখানে উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের উদ্দেশ্যে আমার একটি সাধারণ স্বাগত বার্তা- ধন্যবাদ আপনাদেরকে। উত্তম পেশায় যুক্ত আছেন আপনারা। বিশ্বজুড়ে এই কাজটি ক্রমেই কঠিন ও বিপজ্জনক হয়ে উঠেছে। মাত্র কয়েক মিনিট আগে ফিলিস্তিনে জন্মগ্রহণকারী আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেছি আমরা। পশ্চিমতীরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে

Leave a Reply