অবসর নিয়ে আবার মুখ খুললেন আফ্রিদি
অবসর নিয়ে আবার মুখ খুললেন আফ্রিদি
টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিয়ে বেশ আগেই। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট এখনো খেলে যাচ্ছেন। যদিও পাকিস্তান জাতীয় দলে বেশ কিছুদিন ধরে উপেক্ষিত। বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাকে পাকিস্তান দলে দেখা যায়নি। তবে এখনও আশা ছাড়েননি ৩৬ বছর বয়সী শহিদ আফ্রিদি। পাকিস্তান টি-টোয়েন্টি দলে তার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। এখনই অবসর নিবেন না বলে জানিয়ে দিলেন আফ্রিদি। এমন কি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে কোনো বিদায়ী ম্যাচে আপাতত তার খেলার কোনো ইচ্ছা নেই বলে জানালেন। বলেন, ‘আমি ২০ বছর যাবত পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। এটা পিসিবির জন্য নয়। আমি একটি ম্যাচের জন্য কারো ওপর নির্ভর করি না। সমর্থক ও শুভাকাক্সক্ষীদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি তা-ই আমার ক্রিকেট ক্যারিয়ারের প্রাপ্তি।’ পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৮ টি-টোয়েন্টি খেলা এ তারকা অলরাউন্ডার আরো বলেন, ‘আমি মনে করি না- আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আমি এখনও ক্রিকেট উপভোগ করি। আমি শীর্ষ পর্যায়ে ক্রিকেট চালিয়ে যেতে চাই। আম পাকিস্তান জাতীয় দলে ডাক পাওয়ার ব্যাপারটি আমি নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছি।’