অবসরে জহির খান
অবসরে জহির খান

আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের পেসার জহির খান। তবে ভারতীয় ক্রিকেট লীগে (আইপিএল) খেলে যাবেন বলে জানালেন তিনি। ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল পেসার মনেক রা হয় তাকে। ভারতের হয়ে সব মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ ৬১০ উইকেট তার। টেস্টে কিংবদন্তি কপিল দেবের ৪৩৪ উইকেটের পর পেসার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৩১১ উইকেট জহির খানের। ইনজুরির কারণে গত কয়েক বছর ধরে ভারত দল অনিয়মিত তিনি। ভারতের হয়ে তিনি সর্বমেষ টেস্ট খেলেন গত বছর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে। আর সর্বশেষ ওয়ানডে খেলেন প্রায় ৩ বছর আগে। ২০১২ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেন তিনি। ২০০০ সালে অভিষেকের পর ভারতের হয়ে ৯২ টেস্টে ৩২.৯৪ গড়ে ৩১১ উইকেট নিয়েছেন তিনি। একবার ১০ উইকেট ও ১১ বার ৫ উইকেট নিয়েছেন তিনি। আর ২০০ ওয়ানডেতে ২৯.৪৩ গড়ে তার উইকেট ২৮২। ওয়ানডে ক্যারিয়ারে ৫ উইকেট একবার ও ৪ উইকেট নেন ৭ বার। অন্যদিকে ১৭ টি-টোয়েন্টি তিনি ১৭ উইকেট নিয়েছেন। ৩৭ বছল বয়সী জহির খান নিজের অবসরের কথা টুইট করে লেখেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলাম। ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) নমব আসরে কোনো দলে চুক্তি হওয়ার অপেক্ষায় আছি।’