অবসরপ্রাপ্ত বিচারপতিদের মামলা লড়ার বিরুদ্ধে রিট

15/02/2016 3:22 pmViews: 11
অবসরপ্রাপ্ত বিচারপতিদের মামলা লড়ার বিরুদ্ধে রিট
 
অবসরপ্রাপ্ত বিচারপতিদের মামলা লড়ার বিরুদ্ধে রিট
অবসরে যাওয়ার পরে হাইকোর্টের বিচারপতির আপিল বিভাগে মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা চেয়ে রিট করেছেন এক আইনজীবী।
সোমবার আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে এই রিট আবেদন করেন।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চাদেব নাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামী রবিবার এই রিটের শুনানি হতে পারে বলে জানানো হয়েছে।
ইউনুছ আলী বলেন, অবসরে যাওয়ার পরে কোনো বিচারপতি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না মর্মে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া সংবিধানের ৩৩ ধারাও বাতিলে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
১৯৭২ সালের সংবিধান অনুযায়ী অবসরে যাওয়ার পরে কোনো বিচারপতি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে প্র্যাকটিস করার কোনো নিয়ম ছিল না বলে তিনি বলেন।

Leave a Reply