অবশেষে স্বস্তি পেলেন মুশফিক
ঢাকা: বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের দৃঢ় বিশ্বাস, তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে স্বরূপেই ফিরবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অশোভন আচরণের জন্য তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। সেই সিরিজের তৃতীয় ম্যাচের পর এশিয়া কাপে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে প্রথম দু’টি ম্যাচে খেলতে পারেননি তিনি।
নিষেধাজ্ঞা কাটিয়ে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকদের তৃতীয় ম্যাচে ফিরছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞার পর স্বরূপেই সাকিবকে দেখতে চান মুশফিক।
“অবশ্যই সাকিব পারফর্ম করবে। যেভাবে অনুশীলন করে যাচ্ছে তাতে অবশ্যই দলে ওর অবদান থাকবে। সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব খেললে পিচের ওপর নির্ভর করে আমরা একজন ব্যাটসম্যান বা বোলার বাড়তি খেলাতে পারি।”
মুশফিক জানান, সাকিব খেললে তার নিজের ওপর থেকে চাপ একটু কমবে। সাকিব, নাসির হোসেন পেছনে থাকলে অনেক নির্ভার হয়ে খেলতে পারি আমি।
সোহাগ গাজীর চোটের কারণে দলে ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শেষে বাদ পড়া অফস্পিন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। বোলিং ভালোই করছেন মাহমুদুল্লাহ। এবার ব্যাটিংয়ে তার অবদান চান অধিনায়ক।
“গাজীর দুর্ভাগ্য। নিজের মান অনুযায়ী হয়তো রিয়াদ ভাই ব্যাটিং করতে পারছেন না। কিন্তু বোলিংয়ের দিক থেকে উনি কিন্তু ভালো করছিলেন। সেদিক থেকে আত্মবিশ্বাস থাকার কথা তার। এবার ব্যাটিংয়েও তার কাছ থেকে ভালো কিছু আশা করছি।”
দলে থাকলে মাহমুদুল্লাহ অলরাউন্ডার হিসেবেই খেলবেন জানিয়ে মুশফিক বলেন, “এখনো দল ঠিক করা হয়নি। গাজী না থাকায় আমাদের একজন বিশেষজ্ঞ স্পিনার কম। উনি খেললে যেভাবে ব্যবহার করে সেরাটা পাবো, সেভাবেই করবো।”