অবশেষে রেলভবনের সামনে কেজরিওয়ালের ‘ধর্না’

20/01/2014 6:55 pmViews: 5

নয়া দিল্লি: পুলিশে বাধায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত যেতে না পেরে অবশেষে রেল ভবনের সামনেই ‘ধর্নায়’ বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিন পুলিশ কর্মীর শাস্তির দাবিতে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবরোধের কর্মসূচিতে ধর্নায় বসার জন্য রওনা দেন কেজরিওয়াল ও তার মন্ত্রিসভার সদস্যরা।

ওই সময় কুচকাওয়াজের অনুশীলন চলছে বলে রেল ভবনের সামনে তাদের আটকে দেয় দিল্লি পুলিশ। এরপর রেল ভবনের সামনেই ধর্নায় বসেন কেজরিওয়াল।

কেজরিওয়ালের ধর্না আন্দোলন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে দিল্লির নর্থ ব্লক থেকে আকবর রোড, সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে তিন হাজার পুলিশ। রয়েছে ব্যারিকেড।

এদিকে, কেজরিওয়ালের বিরুদ্ধে বিক্ষোভ করায় রেল ভবনের সামনে থেকে বেশ কয়েকজনকে আটক করেছে দিল্লি পুলিশ। জেট ক্যাটাগরির নিরাপত্তা নিতে অস্বীকার করলেও সোমবার সকাল থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply