অবশেষে মিললো হৃতিক-সুজানা ডিভোর্সের কারণ!
আড়াই বছর পর মিলল বলিউড তারকা হৃতিক রওশন ও সুজান খানেন ডিভোর্সের কারণ! ২০০০ সালের ১৪ ডিসেম্বর ঘটা করে বিয়ে হয়েছিল হৃতিক-সুজানের। ‘কাহো না প্যায়ার হ্যায়’ স্টার তখন গোটা দেশের মহিলাদের হৃদয়ে। সবার আশায় জল ঢেলে সেদিন হৃতিকের সঙ্গে সাতপাকে বাধা পড়েছিলেন সুজান। কিন্তু বিয়ের বছর ১৪ পর সব গোলমাল হয়ে গেল। হৃতিক-সুজানের সম্পর্কে ইতি পড়ল।
সুজানে বলেন, তার আর হৃতিকের সম্পর্কটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, যে পর্যায়ে একসঙ্গে থাকাটা ঠিক হবে না বলে সিদ্ধান্ত নেন তিনি। সঙ্গে সুজান যোগ করেন, মিথ্যা সম্পর্ক বজায় না রাখাই ভাল। তবে সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে গেলেও সন্তানদের বিষয়ে তারা দু জনেই খুবই আন্তরিক বলেই জানান সুজান।
এতদিন হৃতিক বা সুজান কেউইই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে সংবাদমাধ্যমে প্রকাশ অর্জুন রামপালের সঙ্গে সুজানের ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরে ডিভোর্সের সিদ্ধান্ত নেন হৃতিক। অন্যদিকে, অনেক বলেন কঙ্গনা থেকে নানা নারী সঙ্গের কারণেই হৃতিকের সঙ্গে সম্পর্কে দাঁড়ি টানেন সুজান। জি নিউজ।