অবশেষে মিললো ‘সুলতানে’র নায়িকা

09/01/2016 12:58 pmViews: 6
অবশেষে মিললো ‘সুলতানে’র নায়িকা
 
অবশেষে মিললো ‘সুলতানে’র নায়িকা
অবশেষে সালমান খানের নায়িকা খুঁজে পাওয়া গেল। বলা হচ্ছে, এই তারকার পরবর্তী ছবি ‘সুলতানে’র কথা। ছবিটি সালমানের বিপরীতে অভিনয় করবেন আনুশকা শর্মা।
এরই মধ্যে ছবিটির কাজ শুরু করে দিয়েছেন সালমান খান। ছবিটির নায়িকার ভূমিকায় অভিনয়ের ক্ষেত্রে ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোণ থেকে শুরু করে কঙ্গনা রনৌত, প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়ার নাম শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কারো নামই বেশিদিন স্থায়ী হয়নি। এবার আনুশকা নিজেই জানিয়েছেন তিনি এই ছবিতে অভিনয় করবেন।
শুক্রবার রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন আনুশকা শর্মা। সেখানে দেখা গেছে, দুই হাত দিয়ে সালমানের ঘাড়ে জড়িয়ে আছেন তিনি। আর ছবির নিচে লেখা,‘সুলতান’।
আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সালমান খান। সেখানে তাকে এক মুষ্ঠিযোদ্ধা হিসেবে দেখা যাবে।
শোনা গেছে, ছবিতে দুইজন নায়িকা দেখা যাবে। একজন প্রথম সারির নায়িকা ও অন্যজন নতুন মুখ। যদি এই কথা সত্যি হয়, তবে এখন দেখান অপেক্ষা কে হচ্ছে এই নতুন মুখ! খবর: ডিএনএ।

Leave a Reply