অবশেষে মহাসচিব হলেন মির্জা ফখরুল
অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে যুগ্ম-মহাসচিব রুহুল রিজভী আহমেদকে সিনিয়ন যুগ্ম-মহাসচিব এবং মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রুহুল কবিরে রিজভী আহমেদ এই তথ্য জানান।
রিজভী বলেন, গত ১৯ মার্চ বিএনপির কাউন্সিলে কিউন্সিলররা চেয়ারপারসন খালেদা জিয়াকে সব ক্ষমতা দিয়ে রেখেছিল। সেই ধারাবহিকতায় তিনি এই তিনজনকে পদ দিয়েছেন।
২০১১ সালের ১৬ মার্চ বিএনপির মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেন ইন্তেকাল করেন। ২০ মার্চ চেয়ারপারসন খালেদা জিয়া মির্জা ফখরুলককে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। পাঁচ বছর পর তিনি ‘ভারমুক্ত’ হলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটি প্রণয়ণের কাজ চলছে। কিছুদিনের মধ্যে তা ঘোষণা করা হবে।