অবশেষে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

04/09/2021 1:08 pmViews: 6

অবশেষে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

আজ আসছে আফগান যুবারা

অবশেষে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ক্ষমতার পালাবদলের জটিলতা কাটিয়ে এ সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে আফগানরা। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে গতকাল জানা গেছে, দুই ভাগে বাংলাদেশে এসে পৌঁছাবে আফগান যুবারা।

আজ বিকাল ৫টায় আসবে প্রথম ভাগ, কাল একই সময়ে দ্বিতীয় ভাগের ক্রিকেটাররা ঢাকায় পা রাখবেন।

জানা গেছে, সড়কপথে পাকিস্তানের পেশোয়ারে এসেছে আফগান যুব দল। পরে দুবাই হয়ে ঢাকায় আসছে দলটি। ঢাকা থেকে সরাসরি সিলেটে চলে যাবে আফগানরা। সেখানেই বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলবে সফরকারীরা।

ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০, ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। এরপর ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মাঠে গড়াবে একমাত্র চার দিনের ম্যাচটি। সিরিজ শেষে ২৭ সেপ্টেম্বর ফিরে যাবেন সফরকারীরা।

Leave a Reply