অবশেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
অবশেষে প্রত্যাহার করে নেয়া হল পরিবহন ধর্মঘট। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে সমঝোতা শেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।
মতিঝিলে বিআরটিএ ভবনের ৬ তলায় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অফিসে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এনায়েতুল্লাহ ও অন্যান্য নেতৃবৃন্দ।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘আমরা এই ধর্মঘট ডাকিনি। শ্রমিকরা যে যার কর্মস্থল থেকে নিজেদের মত করে ধর্মঘট পালন করেছে। সমস্যার কথা বিবেচনা করে শ্রমিকদেরকে এই ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’
পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে নৌ পরিবহন মন্ত্রী বলেন, আজ সকালে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়েছে। সেখানে শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আইনগত ভাবেই সমাধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।