অবশেষে ইমরান-নার্গিস
অবশেষে ইমরান-নার্গিস
৫ জুলাই ২০১৫, রবিবার
ভারতের সাবেক ক্রিকেটার আজহার উদ্দিনের জীবনী নিয়ে বলিউডে ছবি নির্মাণ হচ্ছে এ খবর পুরনো। কিন্তু ছবিটি নির্মাণ শুরুতে কাজের কোন অগ্রগতি দেখা যায়নি। পর্দায় আজহার উদ্দিনের রূপদান করছেন কে তা নিয়ে অনেকের নাম শোনা গেছে। অনেকেই ভারতীয় দলের সাবেক অধিনায়কের চরিত্রে অভিনয় করছেন, আবার অনেকেই তার স্ত্রী সঙ্গীতা বিজলানী হয়ে পর্দায় আসছেন বলে চলেছে নানান জল্পনা কল্পনা। অবশ্য আজহার উদ্দিন হিসেবে পর্দায় ইমরান হাশমীকে দেখা যাবে একথা নিশ্চিত হওয়া গেছে বেশ কিছুদিন আগেই। অপেক্ষা করতে হয়েছে সঙ্গীতা বিজলানীর জন্য। তাকে খুঁজতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। কারিনা কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজসহ অনেকের নামই প্রস্তাব উঠে আসে। কিন্তু কাউকেই চূড়ান্ত করা যায়নি। কয়েক সপ্তাহ ধরে নার্গিস ফাখরিকে নিয়েই বেশি আলোচনা চলছিল। একাধিকবার বিষয়টি নিয়ে বসতে হয়েছে। অবশ্য সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নার্গিস ফাখরিই ইমরান হাশমীর স্ত্রী হিসেবে থাকছেন এ ছবিতেÑ এমনটাই নিশ্চিত করেছে ভারতীয় একটি গণমাধ্যম। বলিউডে এর আগে অনেক নায়িকার সঙ্গেই অভিনয় করেছেন ইমরান। অনেকের ঠোঁটবন্দিও হয়েছেন তিনি। তবে এবার আজহার উদ্দিন হয়ে পর্দায় কী করেন তা নিয়ে চলছে জোর আলোচনা।