অবশেষে অস্কার জিতলেন ডি ক্যাপ্রিও
রেভন্যান্ট সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রথমবারের মতো অস্কার জিতলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। এর আগে বেশ কয়েকবার মনোনীত হলেও শেষ পর্যন্ত জেতা হয়নি।
এদিকে দ্য রুম সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ব্রাই লারসন।
এবার অস্কার জয়ের পথে ডি ক্যাপ্রিও পেছনে ফেলেছেন এডি রেডম্যাইন (দ্য ড্যানিশ গার্ল), মাইকেল ফাসবেন্ডার (স্টিভ জবস), ব্রায়ান ক্র্যানস্টন (ট্রাম্বো) এবং ম্যাট ডেমনকে (দ্য মার্শিয়ান)। রেভন্যান্ট সিনেমায় অনবদ্য অভিনয়ের আগে চারবার মনোনীত হয়েছিলেন। ১৯৯৩ সালের সিনেমা হোয়াট ইটিং গিলবার্ট গ্রেপ এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার জন্য প্রথমবারের মতো মনোনীত হয়েছিলেন। এরপর সেরা অভিনেতার জন্য মনোনীত হয়েছিলেন দ্য অ্যাভিয়েটর (২০০৫), ব্লাড ডায়মন্ড (২০০৭), দ্য উলফ অব ওয়ালস্ট্রিট (২০১৩) এর জন্য মনোনীত হয়েছিলেন। উল্লেখ্য, একই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু।