অবশেষে অমিতাভ-রেখা…
মুম্বাই: দীর্ঘ ৩৩ বছরের শীতল যুদ্ধের অবসান ঘটালেন অমিতাভ বচ্চন ও রেখা। বলিউডের একসময়ের পর্দা-কাঁপানো তারকা জুটির উষ্ণ কুশলবিনিময় হয়। জনসমক্ষে রেখার সঙ্গে সৌজন্য বিনিময় করেন অমিতাভ। বচ্চনের স্ত্রী জয়া বচ্চনও কম যাননি।
১৯৮১ সালে মুক্তি পায় অমিতাভ, রেখা ও জয়া অভিনীত ত্রিভুজ প্রেমের ছবি ‘সিলসিলা’।
‘সিলসিলা’র পর আর কোনো ছবিতেই অমিতাভ-রেখা জুটিকে দেখা যায়নি। গত বছর আনিস বাজমির ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে অমিতাভের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে রাজি হয়েছিলেন রেখা। কিন্তু শেষ মুহূর্তে ছবিটি থেকে নিজেকে গুটিয়ে নেন ৫৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
‘দো আনজানে’ (১৯৭৬), ‘আলাপ’ (১৯৭৭), ‘ইমান ধরম (১৯৭৭), ‘খুন পাসিনা’ (১৯৭৭), ‘গঙ্গা কি সুগন্ধ’ (১৯৭৮), ‘মুকাদ্দার কা সিকান্দার’ (১৯৭৮), ‘মিস্টার নটবরলাল’ (১৯৭৯), ‘সোহাগ’ (১৯৭৯), ‘রাম বলরাম’ (১৯৮০) ও ‘সিলসিলা’ (১৯৮১) ছবিগুলোতে জুটি বেঁধে অভিনয় করেছেন অমিতাভ ও রেখা। দু-একটি বাদে তাদের অভিনীত প্রায় সব ছবিই বক্স অফিসে ঝড় তুলেছে।
১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘সিলসিলা’ ছবিতে অমিতাভ-রেখা জুটির রসায়ন দেখে বিমোহিত হয়েছিলেন চলচ্চিত্রপ্রেমী অগণিত দর্শক। কিন্তু কোনো এক অজানা কারণে আর কখনোই একসঙ্গে বড় পর্দায় হাজির হননি অমিতাভ-রেখা।