অবরোধের মধ্যেই ফের ৪৮ ঘণ্টার হরতাল
ঢাকা : দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে অবরোধের মধ্যেই ফের সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয় । রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।