অবরোধেও চলবে দূর পাল্লার বাস : নৌমন্ত্রী

19/12/2013 10:01 amViews: 7

অবরোধেও চলবে দূর পাল্লার বাস : নৌমন্ত্রী নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘আগামী শুক্রবার থেকে দূরপাল্লার বাসসহ সকল প্রকার যান চলাচল করার সিদ্ধান্ত হয়েছে। দূরপাল্লার যান চালাতে গিয়ে বাস চালক ও সহকারী ক্ষতিগ্রস্ত হলে এবং যানবাহনের ক্ষতি হলে সে অনুসারে ক্ষতিপূরণ দেয়া হবে।’
বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বর্তমানে রাজনৈতিক অবস্থার প্রোপটে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন সড়কপথে নিরাপদে যানবাহন চলাচল করার বিষয়ে করণীয় নির্ধারণ’ বিষয়ক একটি বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শাহজাহান খান জানান, ক্ষতিগ্রস্ত যাত্রীরা আবেদন করলে তাদের বিষয়েও একই পদক্ষেপ নেয়া হবে। গাড়িগুলো যেন নিরাপদে চলাচল করতে পারে সেজন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। বৃহস্পতিবারও এ সম্পর্কিত একটি বৈঠক হবে।

Leave a Reply