অফিসিয়ালি রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প

20/07/2016 1:12 pmViews: 5
অফিসিয়ালি রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প
 
অফিসিয়ালি রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প
অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান দলের পক্ষ থেকে ট্রাম্পকে মনোনয়ন দেয়া হল। এখন থেকে তিনি রিপাবলিকানদের অফিসিয়াল প্রেসিডেন্ট পদপ্রার্থী। সোমবার ক্লিভল্যান্ডে শুরু হওয়া রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনে এই ঘোষণা দেয়া হয়। অবশ্য এদিনও ট্রাম্প বিরোধী বেশ কিছু ডেলিগেট চিৎকার করে বিক্ষোভ প্রদর্শন করে।
রিপাবলিকানদের চারদিনের এই সম্মেলনের দ্বিতীয় দিনের মূল আলোচ্য বিষয় ছিল মার্কিন অর্থনীতি যার থিম বলা হয়েছে ‘মেক আমেরিকা ওয়ার্ক এগেইন’ অর্থাৎ আবারো আমেরিকা কাজ করুক। কিন্তু আলোচনায় আসা অধিকাংশ বক্তাই আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে। এর মধ্যে  রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে লড়াই করা বেন কার্সনও রয়েছেন। বেন হিলারিকে ‘শয়তানের পূজারী’ বলে অ্যাখ্যায়িত করেছেন।
এদিকে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের স্পিকার পল রায়ানও আলোচ্য বিষয়ের বাহিরে এসে আক্রমণ করেছেন হিলারি ক্লিনটনকে। তিনি বলেন, ওবামার সময় প্রায় শেষের দিকে। আর ক্লিনটনের সময় শেষ হয়েছে আরো বহু আগে। বিবিসি।

Leave a Reply