অপেক্ষায় ফারহানা মিলি
অপেক্ষায় ফারহানা মিলি
আলোচিত নাট্যনির্মাতা ও চলচ্চিত্র পরিচালক আলভী আহমেদের নির্দেশনায় এর আগে বেশ কয়েকটি খণ্ড নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী ফারহানা মিলি। তবে নাটকের নাম নিয়ে কখনোই মিলিকে সঙ্কটে পড়তে হয়নি কখনো। আলভী আহমেদের নির্দেশনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন তিনি।
কিন্তু মিডিয়া সংশ্লিষ্ট কেউ নাটকটির নামের ব্যাপারে প্রশ্ন করলে মিলি জবাব দিতে পারছেন না। পরিচালক আলভী আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নাটকের মূল গল্প অনুযায়ী নামটি কতটা চমৎকার আর অর্থবহ হওয়া উচিত তা নিয়ে ভাবার এখনো সুযোগ পাইনি। যেহেতু শুটিং করছি। তাই আপাতত শুটিং নিয়েই ব্যস্ত আছি। তবে শিগগিরই নাটকটির নাম চূড়ান্ত করে ফেলব। নতুন এই ধারাবাহিক নাটকটিতে ফারহানা মিলি অভিনয় করছেন রুনা চরিত্রে। রুনা গ্রাম থেকে শহরে আসা খুব শান্ত স্বভাবের সহজ সরল একজন মেয়ে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পায়। থাকেন একটি মেসে। হঠাৎ কারো কাছ থেকে প্রেমের এসএমএস পেয়ে স্বাভাবিকভাবে ভয় পান রুনা। এগিয়ে যায় নাটকের গল্প। ফারহানা মিলি বলেন, আলভী ভাইয়ের নির্দেশনা সব সময়ই আমার ভালো লাগে। ধারাবাহিক এই নাটকে আমার চরিত্রটি অন্য সবার চেয়ে আলাদা। আলভী ভাই কেন যেন চ্যালেঞ্জিং চরিত্রগুলো আমাকে দিয়ে রূপায়ন করতে ভালোবাসেন। আমিও মন থেকে চেষ্টা করি তার মনের মতো কাজগুলো করতে। রুনা চরিত্রটি আশা করি ভালো লাগবে দর্শকের। ফারহানা মিলি অভিনীত আলভী আহমেদ পরিচালিত নাম ঠিক না হওয়া এই ধারাবাহিকটি শিগগিরই এটিএন বাংলায় প্রচার হবে। এটি রচনা করেছেন অরূপ শংকর মৈত্র।
এ দিকে ফারহানা মিলি অভিনীত মাজহারুল ইসলাম পরিচালিত ‘একজন মায়াবতী’, অরন্য আনোয়ার পরিচালিত ‘দহন’, মারুফ মিঠুর ‘তিনি আসবেন’ বাশার জজিসের ‘উজান গাঙ্গের নাইয়্যা সিরিজ টু’ চারটি ভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এ দিকে মিলি অভিনীত অন্য আরেকটি নতুন ধারাবাহিক নাটক হচ্ছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘বাক্সবন্দী’।