অপহৃত প্যানেল মেয়র নজরুলসহ ৬ জনের লাশ শীতলক্ষ্যায়

30/04/2014 9:39 pmViews: 10

অপহৃত প্যানেল মেয়র নজরুলসহ ৬ জনের লাশ শীতলক্ষ্যায়
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫ জনের লাশ সনাক্ত করা গেছে। উদ্ধার এসব লাশের মধ্যে অপহৃত নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার গাড়ি চালক স্বপন ও তার সহযোগী তাজুল রয়েছে।

এছাড়া ওই দিন অপহৃত এডভোকেট চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমকেও সনাক্ত করা গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত বাকি একটি লাশ সনাক্ত করা যায়নি।

বুধবার দুপুর পৌনে ৩টায় প্রথমে অর্ধগলিত তিনটি লাশের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। লাশ উদ্ধারের পর প্যানেল মেয়র নজরুল ইসলামের ভাই আব্দুস সালাম তার (নজরুল) লাশ সনাক্ত করেন। এরপর একে একে আরও তিনটি লাশ একই জায়গা থেকে উদ্ধার করে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এদিকে প্যানেল মেয়র নজরুলের লাশ উদ্ধারের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে শিরাইল পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে নজরুল সমর্থকরা। সেখানে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Reply