অপহৃত গার্মেন্টস কর্মকর্তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

11/08/2015 12:43 pmViews: 7
অপহৃত গার্মেন্টস কর্মকর্তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

অপহরণের দু’দিন পর গাজীপুরের কালিয়াকৈর থেকে গার্মেন্টস কর্মকর্তা মাসুম মিয়ার (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। রোববার পল্লী বিদু্ৎ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

নিহত মাসুম দিনাজপুরের কোতয়ালী থানার অখিন মুন্সিগোড়া এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত ডিভাইন ফেব্রিক্সের অলওভার প্রিন্ট শাখার প্রডাকশন ম্যানেজার ছিলেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাসুমের অপহরণের বিষয়ে সোমবার কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি। তবে অপহরণ ও হত্যার কারণ জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।

রোববার মাসুমকে অপহরণের পর ডিভাইন ফেব্রিক্স কারখানার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আযাদ জানান, রোববার রাত ১০টার দিক কারখানা থেকে বের হয়ে পল্লী বিদু্ৎ বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়। তিনি আরো জানান, সোমবার দুপুর দেড়টার দিকে মাসুমের এটিএম কার্ড ব্যবহার করে ডাচ-বাংলা ব্যাংক সফিপুর শাখার বুথ থেকে তিনদফা টাকা তোলা হয়েছে।

Leave a Reply