অপহরণের ১৭ দিন পর টেলিটকের ৫ কর্মী উদ্ধার

26/07/2013 6:22 amViews: 23

41603_liddddখাগড়াছড়ি, ২৬ জুলাই : রাঙ্গামাটি থেকে অপহরণের ১৭ দিন পর খাগড়াছড়ির দীঘিনালা এলাকা থেকে টেলিটকের ঠিকাদারি প্রতিষ্ঠান বি-টেকনোলজির এক প্রকৌশলীসহ অপহৃত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। অপহৃত ব্যক্তিরা শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। তবে তারা সুস্থ আছেন বলে জানা গেছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে এ সময় অপহরণকারী কাউকে আটক করা যায়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- বি-টেকনোলজির প্রকৌশলী মোঃ আক্তার হোসেন, টেকনিশিয়ান মোঃ ইমরুল হোসেন ও মোঃ হেমায়েত হোসেন এবং সুপারভাইজার সুজাউদ্দিন ও মোঃ মুজিবুর রহমান।

উল্লেখ্য, গত ৮ জুলাই রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকায় টেলিটকের একটি টাওয়ারে কারিগরি ত্রুটি মেরামতের সময় সশস্ত্র দুর্বৃত্তরা বি-টেকনোলজির ওই ৫ জনকে অপহরণের পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বি-টেকনোলজি কর্তৃপক্ষের সঙ্গে খাগড়াছড়ির একটি গোপন জায়গায় অনুষ্ঠিত বৈঠকে মুক্তিপণ বাড়িয়ে ৩ কোটি টাকা দাবি করায় সমঝোতা ভেস্তে যায়।

অপহরণের পর থেকে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখে পুলিশ ও সেনাবাহিনী।

Leave a Reply