অপরাধী যত বড়ই হোক কেউ আইনের ঊর্ধ্বে নন

29/07/2015 4:36 pmViews: 8
অপরাধী যত বড়ই হোক কেউ আইনের ঊর্ধ্বে নন

২৯ জুলাই, ২০১৫

অপরাধী যত বড়ই হোক কেউ আইনের ঊর্ধ্বে নন- সাকা চৌধুরীর রায়ে তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সাকা চৌধুরীর রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী বড় মাপের অপরাধী ছিলেন। তার রায় নিয়ে জনমনে ভয়ভীতি কাজ করলেও আজ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, অপরাধী যত বড়ই হোন, তিনি আইনের ঊর্ধ্বে নন। তাঁর মৃত্যুদণ্ড বহাল রেখেছে। এটিই ছিল আমাদের প্রত্যাশিত রায়।’

আইনমন্ত্রী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ে আমি সন্তোষ প্রকাশ করছি। এটা ছিল জনগণের প্রত্যাশিত রায়।

আইনমন্ত্রী বলেন, রায়ের পূর্ণাঙ্গ আদেশের পর দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

সকালে মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডের বিরুদ্ধে সাকা চৌধুরীর আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

Leave a Reply