অন্যায় করেছি, শাস্তি স্বাভাবিক : আশরাফুল
ঢাকা, ১৮ জুন অন্যায় করেছি, তাই শাস্তি পাওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিপিএল ফিক্সিংয়ে দায়ে সদ্য ৮ বছর ক্রিকেটে নিষিদ্ধ হওয়া তারকা খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল ইসলাম। তবে রায়ের কপি হাতে পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন তিনি।
বুধবার গুলশানে অবস্থিত বিসিবি’র অস্থায়ী ট্রাইব্যুনালে ফিক্সিংয়ের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
আশরাফুল বলেন, এ রায়ের ফলে আর কেউ এ ধরণের কাজের সাহস দেখাবে না। আমি অন্যায় করেছি, তাই শাস্তি পাওয়া স্বাভাবিক।
এ তারকা খেলোয়াড় আরো বলেন, আমি ঘটনার পরপরই জাতির কাছে ক্ষমা চেয়েছি। তারপরেও দেশের মানুষ আমাকে সাহস যুগিয়েছে। আশাকারি আগামীতেও পাশে থাকবে।