অন্যায় আবদার না রাখলেই হেনস্তা হচ্ছেন সরকারি কর্মকর্তারা: খালেদা

13/05/2016 7:18 pmViews: 6
অন্যায় আবদার না রাখলেই হেনস্তা হচ্ছেন সরকারি কর্মকর্তারা: খালেদা
অন্যায় আবদার না রাখলেই হেনস্তা হচ্ছেন সরকারি কর্মকর্তারা: খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘অন্যায় আবদার রক্ষা ও বেআইনি নির্দেশ পালন এবং বিধিবহির্ভূত সম্মান ও সুযোগ দিতে অস্বীকার করলেই রাষ্ট্রীয় কর্তব্য পালনে নিয়োজিত কর্মকর্তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে হেনস্তা ও নিগ্রহের শিকার হচ্ছেন। মাঠ প্রশাসন পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।’
বৃহস্পতিবার বিকেলে চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, ‘আইনের শাসনকে পদদলিত করে দেশে পেশীশক্তি-নির্ভর এক বর্বর আওয়ামী দুঃশাসন চাপিয়ে দেয়ার বেপরোয়া ও ধারাবাহিক অপপ্রয়াসে সচেতন নাগরিক সমাজ আজ গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে জবরদস্তি ও অপকৌশলের মাধ্যমে ক্ষমতাসীন হয়েছে বর্তমান অবৈধ সরকার। এই শাসকদের সরাসরি মদত ও আস্কারায় তাদের চ্যালা চামুন্ডারা দেশজুড়ে উচ্ছৃক্সখলতা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

Leave a Reply