অন্যায়কারী প্রভাবশালী হলেও ছাড় নয়: প্রধানমন্ত্রী
পুলিশ বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। অন্যায়কারী যতো প্রভাবশালী হোক না কেন তাকে ছাড় দেয়া যাবে। সে যদি আমার দলেরও হয় তবে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, পুলিশকে মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। মানুষ যাতে আপনাদের কাছে এসে ন্যায়বিচার পায় সেই বিশ্বাস সৃষ্টি করতে হবে। আপনাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশে যাকে সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ, চোরাচালান, মাদক ব্যবসা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে পুলিশকে আরো বেশি সচেষ্ট হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবা আমাদের লক্ষ্য। আর এজন্য প্রয়োজন আইনশৃঙ্খলা অবস্থার উন্নতি করা। এজন্য পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।