অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিলেন খালেদা জিয়া

21/10/2013 6:24 pmViews: 35

2222_7828প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের ২০ উপদেষ্টা থেকে ১০ জন নিয়ে এ সরকার গঠন করা যেতে পারে।

তিনি বলেন, ওই ২০ জন থেকে আওয়ামী লীগ পাঁচ জন এবং বিএনপি পাঁচ জনের নাম প্রস্তাব করবে। সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে ওই সরকারের প্রধান করা হবে। প্রয়োজনে তাদের এই সংসদে নির্বাচিত করে আনা যেতে পারে, যেভাবে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করা হয়।

আর বর্তমান সংসদ ভেঙে দেয়ার আগে ওই অর্ন্তবর্তীকালীন সরকারকে নির্বাচিত করে দেয়া যেতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমি আশা করি স্থিতিশীল ও গণতন্ত্রের স্বার্থে এই প্রস্তাব বর্তমান প্রধানমন্ত্রী গ্রহণ করবেন এবং আলোচনা করার কার্যকর উদ্যোগ নেবেন।

সোমবার বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাষণে বিগত চার দলীয় জোট সরকারের সমালোচনার জবাব দেয়ার পাশাপাশি বিএনপি আবারো ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে সে বিষয়েও বলেন খালেদা।

ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ ভঙ্গিতে অতীতে ফিরে গিয়ে আমাদের সরকার সম্পর্কে অসত্য কথা বলেছেন।

জাতীয় ঐক্য এখন ‘বিপন্ন’ মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, এ অবস্থায় জাতীয় ঐক্য ফিরিয়ে আনা জরুরি হয়ে পড়েছে। গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।

খালেদা জিয়া আরও বলেন, প্রধানমন্ত্রী অনেক কুত্সা রটনা করেছেন। আমি এর পাল্টা বক্তব্য দিতে চাই না। প্রধানমন্ত্রীর পরিবার, আত্মীয়-স্বজন সম্পর্কে বিস্তর তথ্য থাকা সত্ত্বেও আমি এ নিয়ে কিছু বলতে চাই না। আমি বিশ্বাস করি, সুরুচিবান মানুষ তা শুনতে চান না। আমাদের এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

চিন্তার বৈচিত্র্যকে স্বাগত জানিয়ে ভিন্নমতকে স্বাগত জানানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

খালেদা জিয়া বলেন, অতীতে বা বর্তমানে যারা তার এবং তার পরিবার সম্পর্কে নানাভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিঠির সদস্য এমকে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আ. স.ম হান্নান শাহ, মির্জা আব্বাস, সরোয়ারী রহমান, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল-নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপি’র কেন্দ্রিয় কমিঠির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।

Leave a Reply