অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবে নির্বাচনকালীন সরকার ॥ তথ্যমন্ত্রী
সংবাদদাতা, টাঙ্গাইল ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনকালীন সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন ও দৈনন্দিন কাজ করবে। এ সময় গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নেবে না। সুতরাং সেই সময়ের সরকার কি ক্ষমতা প্রয়োগ করবে, সরকারের সঙ্গে কার কি সম্পর্ক থাকবে, এসব বিষয় নিয়ে আলোচনার যথেষ্ট সময় আছে। আমরা বিরোধী দলের নেতাকে বলেছি নির্বাচন বিষয়ে আপনার কি কথা আছে আসুন আমরা খোলা মনে আলোচনা করি। তিনি বলেন, সবার দাবি নিরপেক্ষ নির্বাচন। নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে তো কোন ধরনের সংঘাতের আশঙ্কা নেই। আগামী ২৪ অক্টোবর নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সংবিধানের নিয়ম অনুযায়ী বর্তমান সংসদের মেয়াদের পূর্ববর্তী তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে। সুতরাং ২৪ অক্টোবরের সঙ্গে সরকার অদল বদলের কোন সম্পর্ক নেই।
মঙ্গলবার সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী হাসানুল হক ইনু আরও বলেন, যেদিন থেকে নির্বাচনী তফশিল ঘোষণা করা হবে সেদিন থেকে ওই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করবে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। বিরোধীদলীয় নেতার কোন নির্বাচনী এজেন্ডা নেই। তিনি কার্যত যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে চান এবং জঙ্গীবাদ রক্ষা করতে চান বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।