‘অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়া চলছে’

30/10/2013 5:01 pmViews: 13

Tofail-Ahamed 1প্রতিবেদক : তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আর আলোচনার সুযোগ নেই জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। বিএনপি চাইলে এখন অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণ করতে পারে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বুধবার বিকালে কৃষক লীগের আয়োজনে এক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

পৃথিবীর অন্যান্য দেশের মতোই বাংলাদেশে নির্বাচন হবে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বিএনপি প্রত্যাখ্যান করেছে। তত্ত্বাবধায়ক নিয়ে আর আলোচনার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক দাবি নিয়ে নয়, নিঃশর্ত আলোচনা করতে চাইলে আওয়ামী লীগ সব সময় প্রস্তত।

তিনি বলেন, ২৫ অক্টোবরের পর সরকার ও সংসদ থাকবে না এমন কথা অবান্তর। সংবিধান না পড়ে, না জেনে বিরোধী নেতারা এসব কথা বলেছেন। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারও থাকবে, সংসদও বহাল থাকবে।

সংলাপের জন্য আবার সরকারকে উদ্যোগ নিতে হবে- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, আলোচনার সুযোগ আপনারাই নষ্ট করেছেন।

হরতালে মানুষ হত্যার দায় বিরোধী দলের নেতাকেই নিতে হবে জানিয়ে তিনি বলেন, হরতালে যতগুলো প্রাণ ঝড়েছে, মায়ের বুক খালি হয়েছে সে দায়িত্ব বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে নিতে হবে।

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসনে মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সংগঠনের উপদেষ্টা একেএম রহমত আলী এমপি, সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট প্রমুখ। যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুমার দে সভা পরিচালনা করেন।

Leave a Reply