অন্টারিও সংসদ ভবনে উড়লো বাংলাদেশের পতাকা

25/03/2016 4:31 pmViews: 14
অন্টারিও সংসদ ভবনে উড়লো বাংলাদেশের পতাকা
 
অন্টারিও সংসদ ভবনে উড়লো বাংলাদেশের পতাকা
বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে গতকাল ২৩ মার্চ দুপুর ১২টায় টরন্টোস্থ অন্টারিও সংসদ ভবনে উড়লো বাংলাদেশের পতাকা। যা অন্টারিও সংসদে সৃষ্টি করলো এক বিরল ইতিহাস।
বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন অন্টারিও পার্লামেন্টের স্পিকার ডেভ লিভাক, এমপি আরথোর পট্টস, এমপি সিলভিয়া জনসহ বেশ কয়েকজন এমপি এবং প্রবাসের সম্মানিত ব্যক্তিবর্গ।
এ সময় প্রবাসী বাঙালিদের চোখে আনন্দ আর আবেগের অশ্রু ঝরছিলো।

Leave a Reply