অনেক খেলা দেখালেন, আর নয় : খালেদাকে হাসিনা

10/01/2014 6:39 pmViews: 6

অনেক খেলা দেখালেন, আর নয় : খালেদাকে হাসিনা ঢাকা : হরতাল-অবরোধ বন্ধের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক ষড়যন্ত্র করেছেন। অনেক খেলা দেখিয়েছেন। আর নয়। এবার হরতাল-অবরোধ বন্ধ করুন। নয়তো কীভাবে তা বন্ধ করতে হয় তা আওয়ামী লীগের জানা আছে।

শুক্রবার বিকালে রজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে জনগণ প্রমাণ করেছে তারা এ দেশে শান্তি চায়। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে চায়।

প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনকালীন সরকারের সময় কিছু বলেনি। কারণ, তখন জনগণের নির্বাচিত সরকার ছিল না। এখন জনগণ ম্যান্ডেট দিয়েছে। তাদের জানমাল রক্ষার জন্য যত কঠোর হওয়া দরকার তত কঠোর হবো।

প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে অনেক ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু দেশের ৪০ শতাংশ মানুষ সকল জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড উপেক্ষা করে এই নির্বাচনে ভোট দিয়েছে। জনগণ তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।

তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে থাকলে উনার (খালেদা) মনে শান্তি থাকে না। উনার মনে তখন অশান্তির আগুন জ্বলে। তাই তিনি হরতাল-অবরোধের নামে পুলিশসহ অনেক নিরীহ মানুষকে পুড়িয়ে মারছে। এই অশান্তি বেগমের আক্রমণ থেকে কেউ রেহাই পায়নি।

বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে আসেননি, ভুল করেছেন। তার ভুলের খেসারত তাকেই দিতে হবে। জনগণ তার ভুলের খেসারত দেবে না।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতার চেতনা ধ্বংস করেছেন জেনারেল জিয়া। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু সে ষড়যন্ত্র সফল হয়নি। শেখ মুজিবের আদর্শে গড়া সৈনিকদের অক্লান্ত চেষ্টায় আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছে। আবার পুনর্গঠিত হয়েছে।

Leave a Reply