অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশেই: আইসিসি

মঙ্গলবার দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আইসিসির ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন উপলক্ষে বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে বিসিবি একটি ‘যথাযথ নিরাপত্তা পরিকল্পনা’ গ্রহণ করবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, নিরাপত্তা ইস্যুতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল তাদের সফর স্থগিত করলে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন নিয়ে শংকা তৈরি হয়েছিল।