অনুমোদন পায়নি সচিবালয় নির্মাণ প্রকল্প

13/10/2015 1:17 pmViews: 5
অনুমোদন পায়নি সচিবালয় নির্মাণ প্রকল্প

 

সচিবালয় স্থানান্তর প্রকল্পটি অনুমোদন পায়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ২ হাজার ২০৯ কোটি ৭০ লাখ টাকার ব্যয় ধরে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সচিবালয় নির্মাণ প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কিন্তু এটি অনুমোদন দেয়া হয়নি বলে বৈঠকে উপস্থিত কর্মকর্তা সূত্রে জানা যায়।

নতুন পরিকল্পনায় প্রশাসনের কেন্দ্রবিন্দুর এ কার্যালয় গড়ে তুলতে এ প্রস্তাবনা রাখা হয়েছিল। মূলত জাতীয় সংসদের স্থপতি লুই আই কানের পরিকল্পনা অনুযায়ী, শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যোনের উত্তরাংশে  সচিবালয় নির্মাণ করা হবে বলে আগে জানানো হয়েছিল। এতে করে জাতীয় সংসদ, বাসভবন, প্রধানমন্ত্রী কার্যালয় ও সচিবালয় পাশাপাশি অবস্থান করবে। এতে চন্দ্রিমা উদ্যান থেকে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির স্থপতি জিয়াউর রহমানের সমাধি সরানোর ব্যাপারেও মত নেয়া হয়েছিল।

২০০৯ সালে যখন প্রথমবারের মতো প্রকল্পটি হাতে নেয়া হয়, তখন এর ব্যয় ধরা হয়েছিল এক হাজার ১০২ কোটি টাকা। পাঁচ বছরের ব্যবধানে এখন সেই প্রকল্পের ব্যয় বেড়ে দিগুণ হয়েছে।

Leave a Reply