অনুমতি পায়নি ১৮ দল
১৮ দলের ২৯ ডিসেম্বরের নয়াপল্টনে গণজমায়েতের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে মতবিনিময়ে এ কথা জানান গোয়েন্দা পুলিশ।
নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন শঙ্কায় এ অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে ডিএমপি। বিএনপির সমাবেশকে সামনে রেখে রাজধানীতে নাশকতা ঘটাতে পারে এমন ব্যক্তিদের ধরিয়ে দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তারা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, এর মধ্যেই আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।