অনুমতি না পেলেও বরিশালে ২৫ অক্টোবর সমাবেশ করবে ১৮ দল

23/10/2013 11:35 amViews: 7

1363514509BNP-flag-big-18-dalপ্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। অনুমতি না পেলেও বরিশালে আগামী ২৫ অক্টোবর সমাবেশ করার ঘোষণা দিয়েছে ১৮দলীয় জোটের নেতারা।
এরপূর্বে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে আগামী ২৫ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়ে মেট্রো পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন ১৮ দলীয় জোটের পক্ষে মহানগর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া। মঙ্গলবার রাতে জমা দেয়া আবেদনে তিনি উল্লেখ করেন, ২৫ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিতব্য সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। বরিশাল মেট্রো পুলিশ কমিশনার মোঃ শামসুদ্দিন ১৮ দলীয় জোটের সমাবেশ করার আবেদন পাওয়ার কথা স্বীকার করে জানান, আগে পরিস্থিতি পর্যবেক্ষন করা হবে। তারপর বিবেচনা করা হবে সমাবেশের অনুমতি দেয়া যাবে কিনা।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ১৮দলের সমাবেশে জামায়াত-শিবির নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করেছে। তাই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে অনুমোতি না দেয়ার সম্ভবনা বেশি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক জোট নেতারা জানান, পুলিশের এমন আচরনে তারা মোটেও শঙ্কিত নন। অনুমোতি না পেলেও তারা সমাবেশ করবেন বলে উল্লেখ করেন।

Leave a Reply