অনুপ চেটিয়ার বদলে নূর হোসেনকে ফেরত আনা হচ্ছে

11/11/2015 2:56 pmViews: 8
অনুপ চেটিয়ার বদলে নূর হোসেনকে ফেরত আনা হচ্ছে

 

চলতি সপ্তাহেই নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। উলফার নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের পর তাকে ফেরত আনা হবে। ভারত সরকারের সঙ্গে সম্পাদিত বন্দি বিনিময় চুক্তির আওতায় নুর হোসেনকে ফিরিয়ে আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রায় ১৮ বছর  বাংলাদেশের কারাগারে আটক থাকার পর অনুপ চেটিয়া ও তার দুই সহযোগীকে মঙ্গলবার রাতে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কাশিমপুর কারাগার থেকে ভারতীয় দূতাবাস কর্মকর্তা জে পি সিং’এর হাতে তুলে দেয়া হয় অনুপ চেটিয়াকে। অনুপ চেটিয়াকে হস্তান্তরের বিষয়টি ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই স্বীকার করার পর বাংলাদেশের গণমাধ্যম বিষয়টি জানতে পারে।

অনুপকে হস্তান্তরে আইনগত বাধা দূর করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী বিনিময়-সংক্রান্ত চুক্তি হয়। গত বছর অক্টোবরে দুই দেশের এ চুক্তি অনুসমর্থন দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে উদ্যোগটি এগিয়ে নেয়া হয়।

২০১৩ সালে ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দী প্রত্যর্পণ চুক্তির পর নূর হোসেনই হবেন প্রথম ব্যক্তি, যাকে এ চুক্তি অনুযায়ী বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে।

জানা গেছে, ভারত সরকার অনুপ চেটিয়ার বিনিময়ে নূর হোসেনকে ফেরত দিতে রাজি হয়। গত ১৬ অক্টোবর ভারতের আদালত নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশও দিয়েছে। আদালতের রায় শোনার পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নূর হোসেনকে আনার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দন জানান, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সব কাগজপত্র ভারত সরকারের কাছে পাঠিয়েছি। নুর হোসেনকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply