অনিয়মের অভিযোগে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

30/12/2015 11:22 amViews: 8
অনিয়মের অভিযোগে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
 
অনিয়মের অভিযোগে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
অনিয়মের অভিযোগে মাদারীপুরের কালকিনির ২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত এবং কুমিল্লার বাড়ুয়ার ১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এদিকে রাজশাহীর পুঠিয়ায় ‘সন্দেহজনক গতিবিধির অভিযোগে’ ৩ সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।
তিন সাংবাদিক হলেন, দৈনিক সমকাল এবং এটি এন নিউজের রাজশাহী ব্যুরো চিফ ও ক্যামেরা পার্সন। তাদেরকে সকালে ভোট শুরুর প্রথমেই আটক করা হয়।
অপরদিকে নগরীর উপকণ্ঠ কাটাখালী পৌরসভার একটি ভোট কেন্দ্রের বাইরে গভীর রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শ্যামপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
এই বিস্ফোরণের পর  ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, রাতে শ্যামপুর উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের প্রায় ১০০ গজ দূরে বিস্ফোরনের ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছান। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ককটেল জাতীয় বিস্ফোরকের অবশিষ্ট উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, ‘কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।’
তবে ভোটে আতঙ্ক ছড়াতেই এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়ালেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। পৌর এলাকার সবকটি ভোট কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান ওসি।

Leave a Reply