অনলাইনে পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব সেবা

02/06/2015 3:52 pmViews: 8

অনলাইনে পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব সেবা

জাতীয় বিশ্ববিদ্যাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন ডটকম: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সব ধরনের সেবা নিতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরীক্ষাবিষয়ক কার্যক্রম, নতুন কলেজ অধিভুক্তিবিষয়ক বিভিন্ন সেবা নিতে আর জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে আসতে হবে না।

আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন, ভর্তি বাতিল, রেজিস্ট্রেশন কার্ড সংশোধন, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন, প্রবেশপত্র সংশোধন, ডুপ্লিকেট প্রবেশপত্র উত্তোলন, নতুন কলেজের অধিভুক্তি এবং অধিভুক্ত কলেজের নবায়নসহ সব কাজ অনলাইনের মাধ্যমেই সমাধান করা যাবে।

এসব সেবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.edu.bd) এর সার্ভিস মেনুতে পাওয়া যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply