অনন্ত চাইলেও আমাকে নগ্ন করতে পারবে না: বর্ষা
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বর্ষা জানিয়েছেন, সংক্ষিপ্ত বা স্বল্পপোশাকে অভিনয় করতে চান না তিনি। অনন্ত চাইলেও নগ্ন হবেন না বললেন এ অভিনেত্রী। সম্প্রতি একটি নিউজ পোর্টালকে বর্ষা এসব কথা জানান।
বর্ষা বলেন, এমনকি ফটোশুটের জন্যও এমন প্রস্তাব শুনে আমি লজ্জা পাই। আমি মনে করি, একজন নায়িকা হিসেবে গ্ল্যামারের সঙ্গে শিল্পকে পরিবেশন করব দর্শকের সামনে। কিন্তু এর জন্য আমাকে ছোট পোশাক পরতে হবে, এমনটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি বরং এমন পোশাক পরতে চাই, যা দেখে সবাই আমার রুচির প্রশংসা করেন। আমি দর্শকের রুচি ও মেজাজ বুঝে যুগোপযোগী পোশাক পরতে চাই। বর্ষা আরও জানান, শুটিংয়ে বা অনুষ্ঠানে যাওয়ার সময় কেমন পোশাক পরবেন সে বিষয়ে নিজেই সিদ্ধান্ত নেন তিনি। তবে সিনেমায় চরিত্র অনুযায়ী স্বামী অনন্ত জলিলের পরামর্শ নেন কখনও কখনও। |