অধ্যাদেশ না হলে ডিসেম্বরেই নির্দলীয় পৌর নির্বাচন
নির্দলীয়ভাবে পৌরসভা নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। তিনি বলেছেন, কয়েদিনের মধ্যে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের অধ্যাদেশ জারি করা না হলে বিদ্যমান আইন অনুযায়ী ডিসেম্বরেই পৌরসভা নির্বাচন হবে।
রোববার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, কয়েকদিনের মধ্যে অধ্যাদেশ হলে আমাদের অসুবিধা হবে না। তাড়াতাড়ি করে নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা করা যায় সে প্রস্তুতি রয়েছে।
সিইসি বলেন, স্বল্প নোটিশে ভোট আয়োজনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। যেহেতু জেনেছি সরকার অধ্যাদেশ করবে, সেজন্য বিধিমালা সংক্রান্ত কিছু কাজ এগিয়ে রেখেছি আমরা। কিন্তু দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করতে হলে কয়েকদিনের মধ্যেই অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ না হলে বিদ্যমান আইন মেনে নির্দলীয়ভাবে ভোট করতে হবে।
এক প্রশ্নের জবাবে সিইসি কাজী রকিবউদ্দিন বলেন, ডিসেম্বরের মধ্যে কিছু পৌরসভার নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় পেছানোর কোনো সুযোগ নেই। পৌরসভায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। সময় রেখে তফসিল ঘোষণা করতে হবে। অধ্যাদেশ না হলে বিদ্যমান আইনে এসব ভোট হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইসি অফিস প্রসঙ্গে তিনি বলেন, মেয়র আমাদের অফিসের জন্য নগর ভবনে জায়গা দিতে চেষ্টা করবেন। দক্ষিণ সিটিতে আমাদের নিজস্ব অফিসের জায়গা নেই। এতে জনগণের সমস্য হয়। আমরা জায়গা কেনার অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু জায়গা পাওয়া যায়নি। এ জন্য নগর ভবন থেকে আমাদের জায়গা দেয়ার পরিকল্পনা করেছে। এতে জনগণের সুবিধা হবে।
মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর, নির্বাচন কমিশনার, ইসি সচিব ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।