অধিকাংশ ইউনিয়নে ভোট জালিয়াতি হয়েছে : আবদুল্লাহ আল নোমান

22/03/2016 7:14 pmViews: 5
অধিকাংশ ইউনিয়নে ভোট জালিয়াতি হয়েছে : আবদুল্লাহ আল নোমান
 
অধিকাংশ ইউনিয়নে ভোট জালিয়াতি হয়েছে : আবদুল্লাহ আল নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সারা দেশের যে ৭১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার অধিকাংশ ইউনিয়নেই ভোট জালিয়াতি, জালভোট দেয়া ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে।
এছাড়া সারা দেশে সাড়ে ৬ হাজার কেন্দ্রের মধ্যে মাত্র ৪০টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে- এটা উপহাস ছাড়া আর কিছু না। এ নির্বাচন পুরোপুরি বাতিল যোগ্য। তার পরও আমরা নির্বাচন কমিশনকে অন্তত ৫০টি ইউনিয়নের নির্বাচন বাতিল করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছি। এটা করা হলে নির্বাচনের কমিশনের প্রতি জনগণের আস্থা তৈরি হবে।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যান। দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সুজাউদ্দিন, মনিরুল হক চৌধুরী ও কলিম উদ্দিন মিলন।
আবদুল্লাহ আল নোমান বলেন, এটি একটি তামাশার নির্বাচন করা হয়েছে। এ নির্বাচনের পেছনে একটি রাজনৈতিক দলের কারসাজি আছে। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের উদ্দেশ্য হলো-জনগণকে ভোটবিমুখ করা। কারণ ভবিষ্যতে জাতীয় নির্বাচনে একটি রাজনৈতিক দল ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই।

Leave a Reply